মঙ্গলবার (১২ নভেম্বর) চলমান সংকটের মধ্যে কংগ্রেসে এ ঘোষণা দেন। যদিও এ দিন কোরাম সংকটের কারণে তার ‘অন্তর্বর্তী প্রেসিডেন্ট’ ঘোষণায় প্রয়োজনীয় সমর্থন ছিল না।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম বলছে, মোরালেসের পদত্যাগের পর ভাইস প্রেসিডেন্ট আলভারো গার্থিয়া, সিনেটের নেতা আদ্রিয়ানা সালভাতিয়ারা ও হাউস অব ডেপুটিসের নেতা ভিক্তর বোর্দাও পদত্যাগ করেন। এরপর দেশের সংবিধান অনুযায়ী প্রেসিডেন্ট পদের জন্য তিনিই সামনে আছেন বলে কংগ্রেসে দাবি করেন হিনাইন আনেস।
জানা গেছে, গত ২০ অক্টোবর অনুষ্ঠিত নির্বাচন নিয়ে সৃষ্টি হওয়া সংকটের জেরে সেনাবাহিনীর চাপের মুখে রোববার (১০ নভেম্বর) পদত্যাগের ঘোষণা দেন বলিভিয়ার প্রথম আদিবাসী প্রেসিডেন্ট ইভো মোরালেস। এমনকি দেশ ছেড়েও চলে যান তিনি। পরদিন তাকে রাজনৈতিক আশ্রয় দেওয়ার কথা জানায় উত্তর আমেরিকান দেশ মেক্সিকো।
বাংলাদেশ সময়: ১৩১০ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৯
টিএ