ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মিশরের মধ্যস্থতায় যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মত ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪০ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৯
মিশরের মধ্যস্থতায় যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মত ইসরায়েল গাজায় ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনি শিশু। ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের বিমান হামলায় নারী ও শিশুসহ অন্তত ৩৪ ফিলিস্তিনি নিহত এবং শতাধিক আহত হয়েছেন। তবে, মিশরের মধ্যস্থতায় যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হয়েছে ইসরায়েল। 

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানায়।  

গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, মঙ্গলবার (১২ নভেম্বর) থেকে বুধবার (১৩ নভেম্বর) পর্যন্ত দু’দিন ইসরায়েলি বিমান হামলায় নারী ও শিশুসহ ৩৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

এর মধ্যে আবু মালহৌস পরিবারের তিন নারী ও দুই শিশুসহ আট সদস্য রয়েছেন। গাজার দক্ষিণাঞ্চলে নিজ বাড়িতে তারা নিহত হয়েছেন।   

এছাড়া, গাজার রকেট হামলায় অন্তত ৬৩ ইসরায়েলি আহতাবস্থায় চিকিৎসা নিয়েছেন।  

তবে, বৃহস্পতিবার স্থানীয় সময় ভোর সাড়ে ৫টায় যুদ্ধবিরতির ঘোষণা আসে মিশরীয় কর্তৃপক্ষের মাধ্যমে।  

ফিলিস্তিনির ইসলামিক জিহাদের মুখপাত্র মুসাব আল-ব্রাইম জানান, ইসরায়েলি বিমান হামলায় ৩৪ ফিলিস্তিনির মৃত্যুর পর মিশরের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইসরায়েল।  

শীর্ষ এক মিশরীয় কর্মকর্তা বলেন, আমার দেশের উদ্যোগে ইসরায়েল-গাজার যুদ্ধ বন্ধ হয়েছে।  

তবে, এ ব্যাপারে ইসরায়েল এখনো কোনো মন্তব্য না করলেও বুধবার এক বিবৃতিতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ফিলিস্তিনি যোদ্ধাদের উদ্দেশে বলেছেন, হয় তাদের রকেট হামলা বন্ধ করতে হবে, নতুবা ইসরায়েলের বিমান হামলা হজম করতে হবে। তাদের সামনে বিকল্প এই একটাই।

আরও পড়ুন: গাজায় ইসরায়েলি হামলায় ‘ইসলামিক জিহাদ’র জ্যেষ্ঠ নেতা নিহত

বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৯
এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।