ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

কানাডায় প্লেন বিধ্বস্ত হয়ে ৭ আরোহীর প্রাণহানি 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৮ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৯
কানাডায় প্লেন বিধ্বস্ত হয়ে ৭ আরোহীর প্রাণহানি 

কানাডার কিংস্টন শহরে একটি ছোট প্লেন বিধ্বস্ত হয়ে ৭ আরোহীর প্রাণহানির ঘটনা ঘটেছে। 

শুক্রবার (২৯ নভেম্বর) কিংস্টন পুলিশের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানায়।  

খবরে বলা হয়, গত বুধবার (২৭ নভেম্বর) স্থানীয় সময় সন্ধ্যায় ওন্টারিও প্রদেশের মার্কহাম শহর থেকে কিংস্টন বিমানবন্দরে যাওয়ার পথে প্লেনটি বিধ্বস্ত হয়।

গন্তব্যস্থল থেকে মাত্র কয়েক মাইল দূরে এ দুর্ঘটনা ঘটে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।  

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) কিংস্টন পুলিশের কন্সটেবল অ্যাশ গুথেনিজ বলেন, দুর্ঘটনায় প্লেনটির কোনো আরোহী বেঁচে নেই। নিহতদের নাম-পরিচয় এখনও প্রকাশ করা হয়নি। দুর্ঘটনার সময় ওই অঞ্চলে বাতাসের গতিবেগ অনেকটাই বেশি ছিল বলে জানান তিনি।  

এদিকে এ ঘটনায় এরই মাঝে কানাডার যানবাহন চলাচল বিষয়ক নিরাপত্তা বিভাগ ‘দ্য ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড’ দুর্ঘটনাস্থলে চার সদস্যের একটি তদন্ত দল পাঠিয়েছে। তারা ধংসস্তূপের পরীক্ষানিরীক্ষা ও বিস্তারিত লিপিবদ্ধ করবে।

বাংলাদেশ সময়: ১৫৫৭ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৯
এইচজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।