রোববার (০১ ডিসেম্বর) আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানায়।
খবরে বলা হয়, গত বুধবার (২৭ নভেম্বর) রাতে কাজ শেষে বাড়ি ফেরার সময় ২৭ বছর বয়সী তরুণী এক পশু চিকিৎসককে অপহরণ করে গণধর্ষণ করে চার ব্যক্তি।
মর্মান্তিক এ ঘটনায় বিক্ষোভে ফুঁসে ওঠে গোটা ভারত। শনিবার (৩০ নভেম্বর) হায়দ্রাবাদ শহরতলীর শাদনগর পুলিশ স্টেশনের সামনে মোমবাতি মিছিল করে বিক্ষোভ করেন কয়েকশ' মানুষ। এসময় তারা এ ঘটনার সঙ্গে জড়িতদের মৃত্যুদণ্ড দাবি করেন। এর আগে থানা ঘেরাও করে বিক্ষোভ করার সময় জনতার সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়।
এছাড়া, এ ঘটনায় তেলেঙ্গানা পুলিশের বিরুদ্ধে কর্তব্যে গাফিলতির অভিযোগে তিন পুলিশকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
এ ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছেন দায়িত্বরত পুলিশ কমিশনার।
বাংলাদেশ সময়: ১২২৮ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৯
এফএম