ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

তিউনিসিয়ায় বাস দুর্ঘটনায় নিহত ২৪

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩২ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১৯
তিউনিসিয়ায় বাস দুর্ঘটনায় নিহত ২৪ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় বাসটি, নিহত ২৪। ছবি: সংগৃহীত

তিউনিসিয়ার উত্তরাঞ্চলের আমদৌন নগরে একটি বাস দুর্ঘটনায় অন্তত ২৪ জন নিহত হয়েছেন।

সোমবার (০২ ডিসেম্বর) আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানায়।

খবরে বলা হয়, তিউনিসিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, রোববার (০১ ডিসেম্বর) দেশটির উত্তরাঞ্চলের আমদৌন নগরে স্থানীয় যাত্রীবাহী একটি পর্যটন বাস দিক পরিবর্তনের সময় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।

এতে অন্তত ২৪ জন নিহত ও ১৮ জন আহত হয়েছেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র খালেদ লাহইয়ুন বলেন, বাসটি রাজধানী তিউনিস থেকে আইন দ্রাহাম শহরে যাচ্ছিল। বাসটিতে ৪৩ জন যাত্রী ছিল।

তিউনিসিয়ার প্রেসিডেন্ট কায়েস সাঈদ এবং প্রধানমন্ত্রী ইউসেফ শাহেদ দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন।

উত্তর আফ্রিকার দেশ তিউনিসিয়ার উত্তরপশ্চিমাঞ্চলে নিয়মিত পর্যটকরা ঘুরতে যান। কিন্তু সেখানকার অবকাঠামো অনুন্নত।  

বাংলাদেশ সময়: ০৯৩১ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০১৯
এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।