রোববার (০১ ডিসেম্বর) এ ঘটনা ঘটে।
দেশটির প্রেসিডেন্ট রোচ মার্ক ক্রিশ্চিয়ান ক্যাবরের বরাতে এ তথ্য জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
প্রেসিডেন্ট রোচ টুইটারে করা এক পোস্টের মাধ্যমে এ হামলার তীব্র নিন্দা জানান। একইসঙ্গে একে তিনি ‘বর্বর হামলা’ হিসেবে অভিহিত করেছেন।
প্রেসিডেন্ট নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি আহতদের আরোগ্য কামনা করেন।
খবরে বলা হয়, নাইজারের সীমান্ত লাগোয়া হ্যানতুকুরা গ্রামে এ ঘটনা ঘটে। এতে নিহত হয়েছেন ১৪ জন এবং আহত হয়েছেন বেশ কয়েকজন। হামলার বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
সরকারের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, দেশটির সেনাবাহিনী আহতদের ঘটনাস্থল থেকে দ্রুত সরিয়ে নিয়েছে। ওই এলাকায় অভিযান চালানো হচ্ছে।
২০১৫ সাল থেকে পশ্চিম আফ্রিকার দরিদ্র এ দেশটিতে এ ধরনের হামলার ঘটনা বেড়েছে। এসব হামলার ঘটনায় নিহত হয়েছেন শতাধিক। এগুলোর সঙ্গে আল-কায়েদা, আইএসের মতো জঙ্গিগোষ্ঠীগুলোর সংযোগ রয়েছে বলে ধারণা করা হয়।
বাংলাদেশ সময়: ১১৪০ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০১৯
এইচএডি/