ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

আলাস্কায় ৬ মাত্রার ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১৫ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০১৯
আলাস্কায় ৬ মাত্রার ভূমিকম্প

যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যে ৬ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। 

সোমবার (২ ডিসেম্বর) স্থানীয় সময় ভোর ৫টার দিকে অঙ্গরাজ্যের আমাতিগনাক দ্বীপের ৬০ কিলোমিটার পূর্বে ভূমিকম্পটি আঘাত হানে বলে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ কর্তৃপক্ষ। আন্তর্জাতিক সংবাদমাধ্যম থেকে এ তথ্য জানা যায়।

 

এখন পর্যন্ত এ ভূমিকম্পে কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতির খবর জানা যায়নি। ভূমিকম্পটির উপকেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে ২৭.৩ কিলোমিটার গভীরে।

এর আগে গত মাসের শেষের দিকে আলাস্কার অ্যালেউটিয়ান ও অ্যান্ড্রেনফ দ্বীপে ৬.৩ মাত্রার আরেকটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে।  

বাংলাদেশ সময়: ২১১৪ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০১৯
এইচজে 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।