মঙ্গলবার আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানায়।
খবরে বলা হয়, সোমবার (০২ ডিসেম্বর) রাতে ফিলিপাইনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় লুজন দ্বীপে আঘাত হানে ক্যাটাগরি-৪ মাত্রার টাইফুন কাম্মুরি।
মঙ্গলবার টাইফুনের কারণে ৩৩ বছর বয়সী এক লোক নিহত হয়েছেন। একজন বেসামরিক প্রতিরক্ষা কর্মকর্তা জানান, লুজন দ্বীপে নিজের ঘরের চাল মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন ওই ব্যক্তি।
অপরদিকে, ভারী বর্ষণ শুরু হওয়ায় আকাশপথে ভ্রমণসহ রাজধানী ম্যানিলার সব সরকারি দপ্তর বন্ধ রাখা হয়েছে। এছাড়া, মঙ্গলবার স্থানীয় সময় সকাল ১১টা থেকে রাত ১১টা পর্যন্ত ১২ ঘণ্টার জন্য ম্যানিলার নিনয় অ্যাকুইনো আন্তর্জাতিক বিমানবন্দরের প্রায় ৪৯৯টি ফ্লাইট পেছানো হয়েছে। বিমানবন্দরটির চারটি টার্মিনালই বন্ধ থাকায় এক লাখ মানুষ ভোগান্তিতে পড়েছেন।
তবে, যেসব অঞ্চলে টাইফুন আঘাত হানেনি, সেসব অঞ্চলে প্লেন চলাচল অব্যাহত রয়েছে।
তীব্র ঝড়ো বাতাসের কারণে অনেক ঘরের চাল উড়ে গেছে, ভেঙে গেছে অনেক গাছ। টাইফুন আক্রান্ত এলাকাসহ ম্যানিলার সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে।
তবে, দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র মার্ক টিম্বাল বলেন, দুর্যোগ মোকাবিলায় যথাযথ পদক্ষেপ নেওয়ায় মানুষের ক্ষয়ক্ষতি কমানো গেছে।
এসময় দুর্যোগ মোকাবিলায় স্থানীয় সরকারের উদ্যোগের প্রশংসা করেন তিনি।
ফিলিপাইনে চলমান সাউথইস্ট এশিয়ান গেমসেও ব্যাঘাত ঘটিয়েছে কাম্মুরি। অনুষ্ঠানটি ১১ ডিসেম্বর পর্যন্ত চলার কথা রয়েছে। সময় বাড়ানো হবে কি-না এ ব্যাপারে কিছু বলা না হলেও সার্ফিং, কায়াক, পোলো, স্কেটবোর্ডিংসহ বেশকিছু ইভেন্ট পিছিয়েছেন আয়োজকরা।
বাংলাদেশ সময়: ১৩৪৩ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১৯
এফএম