ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

কাশ্মীরে তুষারধস ও ঝড়ে ৪ ভারতীয় সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৬ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০১৯
কাশ্মীরে তুষারধস ও ঝড়ে ৪ ভারতীয় সেনা নিহত

ভারতের জম্মু ও কাশ্মীরের উত্তরাঞ্চলে পৃথক স্থানে তুষারধস ও ঝড়ে চার ভারতীয় সেনার প্রাণহানি হয়েছে।

বুধবার (৪ ডিসেম্বর) ভারতীয় নিরাপত্তা বাহিনীর বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানায়।

খবরে বলা হয়, মঙ্গলবার (৩ ডিসেম্বর) পাকিস্তান সীমান্তের কাছাকাছি উত্তর কাশ্মীরের কুপওয়ারা জেলার তাংধরে এক সেনাচৌকিতে আকস্মিক তুষারধসে বরফের নিচে চাপা পড়েন চার সেনা।

 

পরে উদ্ধারকর্মীরা কেবলমাত্র একজনকে জীবিত উদ্ধারে সক্ষম হয়। বাকিদের মরদেহ পাওয়া যায়।  

অপর এক ঘটনায় কাশ্মীরের উত্তরের বান্দিপুরা জেলার গুরেজে তুষারঝড়ে টহলরত আরও দুই সেনা বরফের নিচে চাপা পড়েন। পরে উদ্ধারকর্মীরা একজনকে জীবিত ও অপর জনের মরদেহ উদ্ধার করে।

শীতের মাসগুলোতে কাশ্মীরের উত্তরাঞ্চল বরফে আবৃত থাকে। এসময় প্রায়ই বরফ চাপা পড়ে প্রাণহানির ঘটনা ঘটে।

২০১৭ সালে তিনটি তুষারধসের ঘটনায় মোট ২০ ভারতীয় সেনা নিহত হন। এর আগে, ২০১২ সালে এখানকার সীমান্তবর্তী অঞ্চলে ভয়াবহ এক তুষারধসে ১২৯ পাকিস্তানি সেনাসহ মোট ১৪০ জনের প্রাণহানি ঘটে।

বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০১৯
এবি/এইচজে 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।