ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

পোল্যান্ডে স্কি রিসোর্টে গ্যাসলাইন বিস্ফোরণে নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৪ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১৯
পোল্যান্ডে স্কি রিসোর্টে গ্যাসলাইন বিস্ফোরণে নিহত ৪

পোল্যান্ডের দক্ষিণাঞ্চলে একটি স্কি রিসোর্টে গ্যাসলাইন বিস্ফোরণে এক শিশুসহ চারজনের প্রাণহানি হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও চারজন। এখনও উদ্ধারকাজ চলছে। 

বুধবার (৪ ডিসেম্বর) এসচেক অঞ্চলে এ দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণে রিসোর্টটি ধসে পড়ে।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানায়।  

খবরে বলা হয়, প্রায় একশ’ উদ্ধারকর্মী বর্তমানে ধ্বংসস্তূপ থেকে নিখোঁজদের উদ্ধারে কাজ করছেন।  

স্থানীয় প্রিফেক্ট জ্যারোস্ল উইজোরেক বলেন, এখন পর্যন্ত এক শিশু ও তিন পূর্ণবয়স্কের মরদেহ উদ্ধার করা হয়েছে। বিস্ফোরণের সময় রিসোর্টটিতে আটজন ছিলেন বলে জানা গেছে। বাকিদের উদ্ধারে কাজ চলছে। তারা বেঁচে আছেন কিনা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না।  

স্থানীয় গ্যাস পরিবেশক সংস্থা পিএসজি জানায়, বিস্ফোরণের আগে আগে আকস্মিকভাবে গ্যাস পাইপলাইনে চাপ হ্রাস পায়। দুর্ঘটনাস্থলের কাছেই নির্মাণকাজ চলছে। এসময় পাইপলাইন ফেটে ওই বিস্ফোরণ ঘটে থাকতে পারে।  

বাংলাদেশ সময়: ১৬৩৩ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১৯ 
এইচজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।