ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ফ্লোরিডায় নৌঘাঁটিতে হামলা, বন্দুকধারীসহ নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৪ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১৯
ফ্লোরিডায় নৌঘাঁটিতে হামলা, বন্দুকধারীসহ নিহত ৩

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের পেনসাকোলায় একটি নৌঘাঁটিতে বন্দুকধারীর হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত দুইজন নিহত হয়েছেন। এছাড়া গুলিবিদ্ধ হয়েছেন আরও ১১ জন।

শুক্রবার (০৬ ডিসেম্বর) স্থানীয় সময় সকাল সাড়ে ৬টা নাগাদ নাভাল এয়ার স্টেশন পেনসাকোলায় (এনএসএসপি) হামলার এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন সেখানকার জনসংযোগ কর্মকর্তা জেসন বর্জ।

এদিকে হামলাকারী পুলিশের গুলিতে নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

হামলার ঘটনায় এনএসএসপি’র উভয় পাশের গেট বন্ধ করে দেওয়া হয়েছে।

এ ঘটনায় আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।

এক টুইটার বার্তায় ফ্লোরিডার গভর্নর রন ডিসান্টিস বলেন, বিষয়টি গভর্নর অফিস থেকে পর্যবেক্ষণ করা হচ্ছে। এছাড়া প্রয়োজনে ঘটনাস্থলে নিরাপত্তা বাহিনীর আরও সদস্য পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ২০০৩ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৯/আপডেট: ২০৪৫ ঘণ্টা
এসএ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।