শুক্রবার (০৬ ডিসেম্বর) ক্ষেপণাস্ত্র পরীক্ষার পর ইরানের প্রধানমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ এক টুইট বার্তায় এ উদ্বেগের কথা জানান।
টুইট বার্তায় তিনি বলেন, ‘আজ ইসরায়েল এক পারমাণবিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করলো যার লক্ষ্য ইরান।
টুইটে তিনি যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় শক্তিগুলোকে অভিযুক্ত করে জানান, তারা পশ্চিম এশিয়ার ‘পরমাণু অস্ত্রাগার’ একমাত্র দেশটির বিষয়ে কোনো অভিযোগই করছে না কিন্তু ইরানের সাধারণ প্রতিরক্ষার বিষয়ে তাদের চিন্তার শেষ নেই।
এর আগে শুক্রবার এ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করে ইসরাইল।
দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এক টুইটবার্তায় জানায়, মধ্য ইসরাইলের এক সামরিক ঘাঁটি থেকে পূর্ব নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী এ পরীক্ষা চালানো হয়।
তবে কোন সামরিক ঘাঁটি থেকে এ পরীক্ষা করা হয়েছে, প্রতিরক্ষা মন্ত্রণালয় তা জানায়নি। একইসঙ্গে ক্ষেপণাস্ত্রটির অন্য কোনো তথ্যও টুইটবার্তায় প্রকাশ করা হয়নি।
বাংলাদেশ সময়: ১৯৩২ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১৯
এবি