ঢাকা, শুক্রবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

৩৮ আরোহী নিয়ে চিলির সামরিক বিমান ‘নিখোঁজ’

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩১ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৯
৩৮ আরোহী নিয়ে চিলির সামরিক বিমান ‘নিখোঁজ’

অ্যান্টার্কটিকা যাওয়ার পথে চিলির একটি সামরিক প্লেনের সঙ্গে নিয়ন্ত্রণকক্ষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। ওই প্লেনটিতে ৩৮ জন আরোহী ছিলেন।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে। নিখোঁজ প্লেনটি সি-১৩০ হারকিউলিস মডেলের।

সংবাদমাধ্যমের খবরে বলা হয়, সোমবার (৯ ডিসেম্বর) স্থানীয় সময় বিকেল ৪টা ৫৫ মিনিটে দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর পুন্টা অ্যারেনাস থেকে অ্যান্টার্কটিকার উদ্দেশে উড্ডয়ন করে প্লেনটি। পরে সন্ধ্যা ৬টা নাগাদ প্লেনটির সঙ্গে নিয়ন্ত্রণকক্ষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

এক বিবৃতিতে দেশটির বিমান বাহিনী জানায়, প্লেনটিতে ১৭ জন ক্রু এবং ২১ জন যাত্রী ছিলেন।

প্লেনটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পরপরই সতর্কতা জারি করা হয়েছে। এটির খোঁজে কাজ করছে বিমান বাহিনী।

বাংলাদেশ সময়: ১১২৭ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৯
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।