স্থানীয় সময় মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিকেলে জার্সি সিটিতে এ ঘটনা ঘটে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, একটি হত্যা মামলার তদন্ত করছিলেন ৩৯ বছর বয়সী পুলিশ কর্মকর্তা জোসেফ সিলস।
কিন্তু কিছুদূর গিয়ে বাধার মুখে পড়ে একটি দোকানের মধ্যে আশ্রয় নেন দুই অভিযুক্ত। সেখানে পুলিশের সঙ্গে দীর্ঘসময় বন্দুকযুদ্ধ হয় তাদের। এতে দুই অভিযুক্ত ও তিন সাধারণ মানুষ প্রাণ হারান। এসময় এক পুলিশের হাতে ও আরেকজনের গায়েও গুলি লাগে। তাদের হাসপাতালে নেওয়া হয়েছে।
ঘটনাস্থলে সোয়াত, প্যারামেডিকসহ বিস্ফোরক বিশেষজ্ঞরা উপস্থিত হয়েছেন। বন্দুকযুদ্ধের পর কয়েক ঘণ্টা আশপাশের সব স্কুল-কলেজ অবরুদ্ধ করে রাখা হয়। নিরাপত্তার খাতিরে এসময় কোনো শিক্ষক-শিক্ষার্থী বা সাধারণ মানুষকে বের হতে দেওয়া হয়নি।
বাংলাদেশ সময়: ০৫১০ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৯ (আপডেট: ০৫৩০ ঘণ্টা)
একে