ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

যুক্তরাজ্য নির্বাচনে এগিয়ে বরিসের কনজারভেটিভ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫১ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৯
যুক্তরাজ্য নির্বাচনে এগিয়ে বরিসের কনজারভেটিভ যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে এগিয়ে আছে প্রধানমন্ত্রী বরিস জনসনের কনজারভেটিভ। ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে বড় ব্যবধানে এগিয়ে আছে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের দল কনজারভেটিভ পার্টি।

শুক্রবার (১৩ ডিসেম্বর) আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানায়।

৬৫০টি আসনের মধ্যে ৪০৯টি আসনের ভোট গণনা শেষ হয়েছে।

এর মধ্যে ২১৩টি আসনে বিজয়ী হয়ে এগিয়ে আছে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি। অন্যদিকে, লেবার পার্টি পেয়েছে ১৪২টি আসন।

এছাড়া, স্কটিশ ন্যাশনাল পার্টি (এসএনপি) পেয়েছে ৩১টি আসন এবং অন্য আরও তিনটি দল ২৩টি আসন।

এখন পর্যন্ত কনজারভেটিভরা পেয়েছে মোট ভোটের ৪২ শতাংশেরও বেশি ভোট। এককভাবে সরকার গঠন করতে তাদের অন্তত ৩২৬টি আসনে বিজয়ী হতে হবে।

ইংল্যান্ডের উত্তরাঞ্চল, মিডল্যান্ডস এবং ওয়েলসে আসন হারিয়েছে লেবার পার্টি। ইংল্যান্ডের উত্তরাঞ্চলের ডারলিংটন বা ওয়ার্কিংটনসহ বেশ কিছু এলাকা কয়েক যুগের মধ্যে প্রথমবারের মতো একজন কনজারভেটিভ এমপি পেতে যাচ্ছে।

ভোটের ফলাফল জেনে লেবার পার্টির নেতা জেরেমি করবিন বলেন, ‘আজকের রাত লেবার পার্টির জন্য ভীষণ হতাশার। ’

বাংলাদেশ সময়: ০৯৫১ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৯
এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।