শুক্রবার (১৩ ডিসেম্বর) এমন তথ্যই জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
নিজের পছন্দের প্রার্থীর জয়ে এক টুইট বার্তায় ট্রাম্প বলেন, অসাধারণ এ জয়ে বরিস জনসনকে অভিনন্দন।
ওই টুইট বার্তায় জনসনকে জয় উদযাপন করার আহ্বানও জানান ট্রাম্প।
সর্বশেষ প্রাপ্ত ফল অনুযায়ী, ৬৫০টি আসনের মধ্যে ৬৪৭টি আসনের ভোট গণনা শেষ হয়েছে। এখন পর্যন্ত ৩৬২টি আসন পেয়ে নিরঙ্কুশভাবে বিজয়ী হয়েছে কনজারভেটিভ পার্টি। এককভাবে সরকার গঠন করতে কনজারভেটিভদের প্রয়োজন ছিল ৩২৬টি আসন। এখন পর্যন্ত কনজারভেটিভরা পেয়েছে মোট ভোটের ৪৩ শতাংশেরও বেশি ভোট।
অন্যদিকে, প্রধান বিরোধীদল লেবার পার্টি পেয়েছে ২০৩টি আসন। এছাড়া, স্কটিশ ন্যাশনাল পার্টি (এসএনপি) পেয়েছে ৪৮টি আসন এবং অন্য আরও তিনটি দল ৩৪টি আসন।
এদিকে এবারের নির্বাচনে লেবার পার্টির হয়ে জয় লাভ করেছেন চার বাংলাদেশি নারীও।
বাংলাদেশ সময়: ১৩১৭ ঘণ্টা, ডিসেম্বর ২০১৯
এসএ/