রাজ্যের বিভিন্ন স্থানে বিক্ষোভ শুরু হলে জনগণকে সংযত হওয়ার আহ্বান জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু তার সে আহ্বান কোনো কাজে আসেনি।
শুরুতে ভারতের উত্তর-পূর্বের রাজ্যগুলোতে বিক্ষোভ শুরু হয়। শুক্রবার সে আঁচ ছড়িয়ে পড়ে পশ্চিমবঙ্গে। এদিন দুপুর থেকেই অশান্ত হয়ে ওঠে উলুবেড়িয়া, মুর্শিদাবাদের বেলডাঙাসহ রাজ্যের বেশ কিছু অঞ্চল। বাদ যায়নি কলকাতাও।
কলকাতার আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, শনিবার সকাল থেকেই ডোমজুড়ের সলপ মোড়ে ৬ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ চলছে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করেছে পুলিশ।
বিভিন্ন জেলায় বিক্ষোভের জেরে রেল চলাচল বন্ধ হয়ে গেছে। বিভিন্ন স্টেশনে আটকে পড়েছে বহু ট্রেন।
বাংলাদেশ সময়: ০৭৩৫ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৯