ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

নাগরিকত্ব আইন ১০০০ শতাংশ সঠিক: মোদী

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৬ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৯
নাগরিকত্ব আইন ১০০০ শতাংশ সঠিক: মোদী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ছবি: সংগৃহীত

ভারতীয় সংসদে পাস হওয়া সংশোধিত নাগরিকত্ব আইন ১০০০ শতাংশ সঠিক বলে মন্তব্য করলেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

রোববার (১৫ ডিসেম্বর) ভারতের পূর্বাঞ্চলের ঝাড়খণ্ড রাজ্য সফরকালে এক বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

সংশোধিত নাগরিকত্ব আইন বাতিলের দাবিতে বিক্ষোভে উত্তাল ভারতের পশ্চিমবঙ্গ ও আসাম রাজ্য।

এরই মধ্যে এ আইনের ওপর গুরুত্ব আরোপ করে মোদী বলেন, পাকিস্তান, আফগানিস্তান ও বাংলাদেশ থেকে ভারতে আগত ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষেরা এ আইনের মাধ্যমে ভারতের নাগরিকত্ব পাবেন। তাই, এ সিদ্ধান্ত ১০০০ শতাংশ সঠিক।

তিনি বলেন, মোদী ও ভারতীয় সংসদ এ আইনের মাধ্যমে দেশ বাঁচিয়ে দিলো।

সম্প্রতি ভারতীয় সংসদে পাস হয়েছে সংশোধিত নাগরিকত্ব আইন। নতুন পাস হওয়া আইনে ১৯৫৫ সালের ভারতীয় নাগরিকত্ব আইন সংশোধন করে বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে যাওয়া হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন, পারসিসহ অমুসলিম অবৈধ অভিবাসীদের নাগরিকত্ব দেওয়ার কথা বলা হয়েছে। এ আইনটিকে ‘বৈষম্যমূলক’ ও ‘অসাংবিধানিক’ আখ্যা দিয়েছেন বিশ্লেষকরা।

বাংলাদেশ সময়: ১৬২৬ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৯
এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।