ঢাকা, বৃহস্পতিবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২১ নভেম্বর ২০২৪, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মহারাষ্ট্রে ১২ বাংলাদেশি অভিবাসী গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৫ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৯
মহারাষ্ট্রে ১২ বাংলাদেশি অভিবাসী গ্রেফতার

ভারতের মহারাষ্ট্র রাজ্যে বৈধ কোনো অনুমতি ছাড়া বসবাসের অভিযোগে ১২ বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করা হয়েছে।

রাজ্যের পালঘর জেলা থেকে পুলিশের অ্যান্টি টেরোরিজম সেল (এটিসি) তাদের গ্রেফতার করে বলে মঙ্গলবার (১৭ ডিসেম্বর) নিরাপত্তা বাহিনীর বরাত দিয়ে সংবাদ জানায় ভারতীয় সংবাদমাধ্যম।

গ্রেফতারদের মধ্যে নয়জনই নারী বলে জানা যায়।

 

অ্যাসিস্ট্যান্ট পুলিশ ইন্সপেক্টর মানসিংহ পাতিল জানান, সংবাদের ভিত্তিতে পালঘরের বইসর এলাকায় অভিযান চালিয়ে এ ১২ বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করা হয়। তাদের কারো কাছেই বসবাসের বৈধ কোনো কাগজপত্র ছিলনা।

গ্রেফতারদের বিরুদ্ধে মামলার পাশাপাশি আইনি তদন্ত চালানো হচ্ছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৮৫৪ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৯
এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।