ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

চাপের মুখে পুরনো টুইট ডিলিট করল বিজেপি!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩২ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৯
চাপের মুখে পুরনো টুইট ডিলিট করল বিজেপি!

নাগরিকত্ব আইন নিয়ে দেশব্যাপী আন্দোলনের মুখে চাপে পড়ে পুরনো টুইট ডিলিট করে দিয়েছে বিজেপি। 

সম্প্রতি সংসদে দাঁড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছিলেন, ২০২৪ সালের নির্বাচনের আগেই দেশজুড়ে এনআরসি করা হবে। বিজেপির সরকারি টুইটার হ্যান্ডেল থেকেও সেই দাবি টুইট করা হয়।

কিন্তু আন্দোলনের চাপে মোদি সরকার পিছু হটছে বলে মনে করা হচ্ছে। মাসখানেক আগের সেই টুইট ডিলিট করার ফলে তার কিছুটা নমুনা দেখা গেল।  

সেই টুইটে অমিত শাহের বক্তব্য তুলে ধরা হয়েছিল। তিনি বলেছিলেন, ‘আমরা নিশ্চিতভাবেই দেশজুড়ে নাগরিকপঞ্জি চালু করব। দেশ থেকে প্রত্যেক অনুপ্রবেশকারীকে তাড়িয়ে দেব। শুধু হিন্দু, বৌদ্ধ এবং শিখ ছাড়া। ’ 

অমিতের ওই বক্তব্য সে সময় বিতর্কের সৃষ্টি করে। ভীত হয়ে পড়েছিল মুসলিম খ্রিস্টানসহ অন্যান্য সংখ্যালঘুরা।  

পুরো ভারতে এনআরসির প্রাথমিক পদক্ষেপ হিসেবে সংশোধিত নাগরিকত্ব আইন পাস করায় মোদি সরকার। কিন্তু এরপরই শুরু হয়েছে বিক্ষোভ। আর সেই বিক্ষোভ সামাল দিতেই মোদি-অমিত শাহ এখন নরম সুরে কথা বলছেন।  

বাংলাদেশ সময়: ১২২৫ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৯
এজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।