ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

‘রণক্ষেত্রের’ পাশেই মোদীর ধন্যবাদপ্রাপ্তি সমাবেশ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪০ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৯
‘রণক্ষেত্রের’ পাশেই মোদীর ধন্যবাদপ্রাপ্তি সমাবেশ নরেন্দ্র মোদী। ছবি: সংগৃহীত

সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে উত্তাল ভারতের রাজধানী শহর দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য ‘ধন্যবাদ’ সমাবেশের আয়োজন করেছে তার দল বিজেপি। আর এ সমাবেশের জায়গা নির্ধারণ করা হয়েছে সবচেয়ে বেশি বিক্ষোভ চলা এলাকাগুলোর মধ্যে অন্যতম দারিয়াগঞ্জের একেবারে পাশেই। 

গত শুক্রবার (২০ ডিসেম্বর) হাজার হাজার বিক্ষোভকারীর সঙ্গে পুলিশের সঙ্গে সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয়েছিল দারিয়াগঞ্জ। ঠিক ওই এলাকার এক কিলোমিটারের মধ্যে রামলীলা ময়দানে রোববার আয়োজন করা হচ্ছে মোদীর ধন্যবাদপ্রাপ্তি সমাবেশ।

নাগরিকত্ব আইন সংশোধন করার জন্য তাকে এ সংবর্ধনা দেওয়া হচ্ছে।

রোববার (২২ ডিসেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম জানায়, প্রধানমন্ত্রীর সমাবেশ উপলক্ষে নিরাপত্তার চাদরে ছেঁয়ে ফেলা হয়েছে গোটা এলাকা।  

ময়দানের চারপাশে বসানো হয়েছে অসংখ্য সিসি ক্যামেরা। মোদীর যাওয়া-আসার পথে নিরাপত্তা নিশ্চিত করতে উঁচু ভবনে থাকবে স্নাইপাররা। এছাড়া, নিরাপত্তায় নিয়োজিত থাকবে বিজেপির স্বেচ্ছাসেবী নেতাকর্মীরাও।

এদিকে, নাগরিকত্ব আইনবিরোধী বিক্ষোভ বিষয়ে শনিবার (২১ ডিসেম্বর) ভোর ৫টা পর্যন্ত টানা বৈঠক করেছেন সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তারা। সিদ্ধান্ত হয়েছে, নাগরিকত্ব আইন সংশোধন ইস্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমগুলো মনিটর করবে সরকার। বিশেষ করে বিক্ষোভের পোস্ট বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।  

এছাড়া, ‘অনাকাঙ্ক্ষিত বস্তুর’ প্রবেশ ঠেকাতে সীমান্ত এলাকায় প্রতিটি গাড়ি তল্লাশি করা হবে।

সংশোধিত নাগরিকত্ব আইনে ১৯৫৫ সালের ভারতীয় নাগরিকত্ব আইন সংশোধন করে বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে যাওয়া অমুসলিম (হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান, শিখ, জৈন, পারসি) অবৈধ অভিবাসীদের নাগরিকত্ব দেওয়ার কথা বলা হয়েছে। এ আইনটিকে ‘বৈষম্যমূলক’ ও ‘অসাংবিধানিক’ আখ্যা দিয়েছেন বিশ্লেষকরা।

বাংলাদেশ সময়: ০৯৪০ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৯
একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।