ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

লাস ভেগাসে অ্যাপার্টমেন্টে আগুন, নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫১ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৯
লাস ভেগাসে অ্যাপার্টমেন্টে আগুন, নিহত ৬ লাস ভেগাসে অ্যালপাইন মোটেল অ্যাপার্টমেন্টে আগুন লেগে ছয় জন নিহত হয়েছেন। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে ৪২ ইউনিট বিশিষ্ট একটি তিনতলা অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে আগুন লেগে ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১৩ জন আহত হয়েছেন।

রোববার (২২ ডিসেম্বর) দেশটির ফায়ার সার্ভিসের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানায়।  

খবরে বলা হয়, শনিবার (২১ ডিসেম্বর) ভোরে লাস ভেগাসের অ্যালপাইন মোটেল অ্যাপার্টমেন্টে আগুন লাগে।

এ ঘটনায় ছয়জন নিহত ও ১৩ জন আহত হয়েছেন। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। তবে, নিহতদের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।

ওই অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে প্রায় ৭০ জন বসবাস করতেন। এ অগ্নিকাণ্ডে প্রায় ৫০ জন ঘরহারা হয়েছেন।  

ফায়ার সার্ভিসের মতে, প্রাথমিকভাবে এ অগ্নিকাণ্ড একটি দুর্ঘটনা বলেই মনে হচ্ছে। আগুন লাগার কারণ অনুসন্ধান করছে কর্তৃপক্ষ।  

বাংলাদেশ সময়: ১১৫০ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৯
এফএম 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।