ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

শিকাগোতে স্মরণ অনুষ্ঠানে বন্দুক হামলায় আহত ১৩

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৫ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৯
শিকাগোতে স্মরণ অনুষ্ঠানে বন্দুক হামলায় আহত ১৩ শিকাগোতে হামলার স্থান পরিদর্শনে নিরাপত্তা বাহিনী। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের শিকাগোতে এক স্মরণ অনুষ্ঠানে বন্দুক হামলায় ১৩ জন আহত হয়েছেন।

রোববার (২২ ডিসেম্বর) দিনগত রাতে হামলার এ ঘটনা ঘটে বলে শিকাগো পুলিশের বরাতে জানায় মার্কিন সংবাদমাধ্যম।

শিকাগোর এনগেলউডের সাউথ মে স্ট্রিটের এক বাসভবনে স্থানীয় সময় রাত ১২টা ৩০ মিনিটে বন্দুক হামলার ঘটনা ঘটে।

আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক।

এপ্রিলে অপর এক বন্দুক হামলায় নিহত ২২ বছর বয়সী তরুণ লনেল আরভিনের জন্মদিন উপলক্ষে তার স্মরণে এক অনুষ্ঠানে আহতরা মিলিত হয়েছিলেন।

শিকাগো পুলিশের চিফ অব পেট্রোল ফ্রেড ওয়ালার জানান, দু’জন বন্দুকধারী এ হামলার সঙ্গে জড়িত থাকতে পারেন।

তিনি বলেন, প্রথমে বাড়ির ভেতরে অনুষ্ঠানে গুলি করা হয়। পরে অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা বেরিয়ে এলে শিকাগো পুলিশের গোপন ক্যামেরায় এক বন্দুকধারীকে গুলি করতে দেখা যায়। পরে অপর এক বন্দুকধারী গাড়ি থেকে ‍গুলি করেন।

বন্দুক হামলার বিষয়ে দু’জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান তিনি।

এদের মধ্যে একজনকে অস্ত্রসহ আটক করা হয় বলে জানান ওয়েলার। তিনি জানান, পুলিশ তার কাছ থেকে একটি রিভলবার উদ্ধার করেছে।

এদিকে অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা জানান, বন্দুকধারী অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন না এবং তিনি জোর করে অনুষ্ঠানে ঢুকে পড়েন।

বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৯
এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।