রোববার (২২ ডিসেম্বর) গ্যাবন সরকারের মুখপাত্র এডগার্ড অ্যানিসেট এমবুমবু মিয়াকুর বরাত দিয়ে এ তথ্য জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
তিনি জানান, জলদস্যুরা শনিবার (২১ ডিসেম্বর) রাজধানী লিবারভিলের বন্দরে নোঙ্গর করা চারটি জাহাজে আক্রমণ করে।
আফ্রিকার গিনি উপসাগরের তীরে জলদস্যুর উপদ্রব সাধারণ বিষয় হলেও কোনো বন্দরে হামলার ঘটনা বিরল।
হামলাকারী জলদস্যুদের অনুসন্ধান ও উপকূলীয় নিরাপত্তা জোরদার করার জন্য গ্যাবন দেশটির প্রতিরক্ষা ও নিরাপত্তা বাহিনীকে মোতায়েন করেছে বলে জানান মিয়াকু।
সেনেগাল থেকে অ্যাঙ্গোলা পর্যন্ত গিনি উপসাগরের পাঁচ হাজার সাতশ’ কিলোমিটার দীর্ঘ সমুদ্রসীমা জলদস্যু উপদ্রবের নতুন কেন্দ্রে পরিণত হয়েছে। প্রায়ই এখানে সামুদ্রিক জাহাজ আক্রমন করে লুটপাট এবং অপহরণের ঘটনা ঘটছে।
ইন্টারন্যাশনাল মেরিটাইম ব্যুরোর মতে, জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত জলদস্যুদের অপহরণের ৮২ শতাংশই গিনি উপসাগরে ঘটেছে।
নভেম্বরে টোগোর সমুদ্রসীমা থেকে এক তেল ট্যাংকারের চার নাবিককে অপহরণ করে জলদস্যুরা। এছাড়া বেনিনের সমুদ্রসীমা থেকে নয় ফিলিপিনো নাবিককে অপহরণ করা হয়।
বাংলাদেশ সময়: ১০১৮ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৯
এবি