আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) থেকে ইসরায়েলবিরোধী অভিযোগ প্রত্যাহার না করলে ওই ধ্বংসলীলা চালানো হবে বলে তিনি টুইট বার্তায় লিখেছেন।
কট্টর ইহুদিবাদি ওই মন্ত্রী লিখেছেন, ফিলিস্তিন কর্তৃপক্ষকে আইসিসি থেকে ইসরায়েলবিরোধী অভিযোগ প্রত্যাহার করতে হবে।
ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের যুদ্ধাপরাধের পূর্ণ তদন্তের ঘোষণা দিয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালত। শুক্রবার নেদারল্যান্ডসের দ্য হেগে এক বিবৃতিতে আইসিসির প্রধান কৌঁসুলি ফাতো বেনসুদা এ ঘোষণা দেন।
ফিলিস্তিনে যুদ্ধাপরাধ তদন্ত প্রক্রিয়া শুরু করার যৌক্তিক সব কারণই আছে উল্লেখ করে তিনি বলেন, পূর্ব জেরুজালেমসহ পশ্চিম তীর ও গাজা উপত্যকায় যুদ্ধাপরাধ সংঘটিত হয়েছে এবং হচ্ছে। যেহেতু ফিলিস্তিনি অঞ্চল থেকেই দাবি তোলা হয়েছে, তাই এ বিষয়ে আর কোনো বাধা নেই।
বাংলাদেশ সময়: ১১১৩ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৯
এজে