সোমবার (২৩ ডিসেম্বর) ভারতীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভি’র সংবাদ থেকে জানা যায়, বর্তমান পররাষ্ট্র সচিব বিজয় কেশব গোখলের দুই বছরের মেয়াদ শেষ হচ্ছে আগামী মাসে।
সরকারের বিবৃতিতে বলা হয়েছে, ‘ক্যাবিনেটের নিয়োগ সংক্রান্ত কমিটি, ২৮.০১.২০২০ তে বিজয় কেশব গোখলের দুবছরের মেয়াদ শেষের পর, পরবর্তী বিদেশ সচিব পদে ওয়াশিংটন ডিসিতে নিযুক্ত রাষ্ট্রদূত শ্রী হর্ষ বর্ধন শ্রিংলাকে নিয়োগের অনুমোদন দিয়েছে। ’
১৯৮৪ ব্যাচের আইএফএস অফিসার হর্ষ বর্ধন শ্রিংলা। ৩৫ বছরের কূটনৈতিক চাকরি জীবনে একাধিক গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশ ও থাইল্যান্ডের হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি ফ্রান্স, যুক্তরাষ্ট্র, ভিয়েতনাম. ইসরায়েল ও দক্ষিণ আফ্রিকায় জাতিসংঘের ভারতের স্থায়ী মিশনের দায়িত্ব সামলেছেন তিনি।
গত বছরের ২৯ জানুয়ারি দেশের বিদেশসচিব পদে নিযুক্ত হন ১৯৮১ ব্যাচের আইএফএস অফিসার বিজয় কেশব গোখলে। তার আগে, চিনে ভারতের রাষ্ট্রদূত পদের দায়িত্ব পালন করেন তিনি।
বাংলাদেশ সময়: ০১৩০ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৯
ডিএন/এমআরপি