ঢাকা, বৃহস্পতিবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২১ নভেম্বর ২০২৪, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

গুলিতে বিক্ষোভকারী নিহত হয়, স্বীকার করলো ইউপি পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২২ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৯
গুলিতে বিক্ষোভকারী নিহত হয়, স্বীকার করলো ইউপি পুলিশ

অবশেষে ভারতের উত্তর প্রদেশে বিতর্কিত সংশোধিত নাগরিকত্ব আইনের (সিএএ) বিরুদ্ধে জমায়েত বিক্ষোভকারীদের ওপর গুলি চালানোর কথা স্বীকার করেছে রাজ্যপুলিশ। গুলিতে বিক্ষোভকারী নিহত হওয়ার কথাও স্বীকার করেছে তারা। যদিও এর আগে গুলি চালানোর কথা পুরোপুরি অস্বীকার করে পুলিশ।  

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) এক সংবাদ সম্মেলনে রাজ্যের বিজনৌর জেলার পুলিশ সুপার সঞ্জীব ত্যাগী এ কথা জানান। পুলিশ সুপার বলেন, গোলাগুলির ঘটনায় কেবলমাত্র বিজনৌরেই দুই জনের মৃত্যুর ঘটনা ঘটেছে।

এদের মধ্যে এক শিক্ষার্থীও আছেন।  

‘গত শুক্রবার (২০ ডিসেম্বর) বিজনৌরে বিক্ষোভকারীরা পুলিশের বন্দুক ছিনতাইয়ের চেষ্টা করে। সেই বন্দুক উদ্ধারে গেলে বিক্ষোভকারীরা এক কনস্টেবলকে লক্ষ্য করে গুলি চালায়। সে সময় পুলিশও পাল্টা গুলি চালালে সুলেমান (২০) নামে এক শিক্ষার্থী নিহত হন। আনিস নামে আরও একজন নিহত হয়েছেন, তবে তা বিক্ষোভকারীদের গুলিতে। ’

এদিকে নিহত সুলেমানের পরিবার পুলিশকে অভিযুক্ত করে জানায়, সম্প্রতি সুলেমান আইএএস পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন। ঘটনার দিন তিনি মসজিদে নামাজ পড়ে বাড়ি ফেরার পথে পুলিশের লাঠিচার্জের মুখে পড়েন। সে সময় পুলিশ তুলে নিয়ে গিয়ে তাকে গুলি করে।

অন্যদিকে এর আগে রাজ্য পুলিশের ডিজি ও পি সিংহ বিক্ষোভকারীদের অপর গুলি চালানোর কথা অস্বীকার করেন। তিনি বলেন, পুলিশ বিক্ষোভকারীদের ওপর একটা গুলিও চালায়নি।  

শুধু তাই নয়, গত বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাজ্যের রাজধানী লখনৌতে সহিংসতার পেছনে ‘পপুলার ফ্রন্ট অব ইন্ডিয়া (পিএফআই)’ নামে একটি মুসলিম সংগঠন জড়িত বলে দাবি করেন ও পি সিংহ। পুলিশ এরই মধ্যে ওই সংগঠনের দুই সদস্যকে গ্রেফতার করেছে বলে জানান তিনি।  

সিএএ বিরোধী বিক্ষোভে উত্তরপ্রদেশের বিভিন্ন জেলায় এখন পর্যন্ত ১৫ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। এদের বেশিরভাগেরই মরদেহ গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়।  

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৯
এইচজে 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।