তেহরানে মে. জেনারেল সোলেমানির বাড়িতে তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন দেশটির সর্বোচ্চ নেতা। এসময় তিনি সহমর্মিতা প্রকাশ করার পাশাপাশি সোলেমানিকে শহীদ হিসেবে উল্লেখ করেন।
ইরাকে যুক্তরাষ্ট্রের হামলায় নিহত কুদস বাহিনীর এ কমান্ডারের প্রশংসা করে আয়াতুল্লাহ খামেনি বলেন, তিনি বহুবার শহীদ হওয়ার কাছাকাছি চলে এসেছিলেন। তিনি একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য তার দায়িত্ব পালনে বিন্দুমাত্রও পিছপা হননি। এ পথে চলার ক্ষেত্রে তিনি কাউকেই ভয় পেতেন না।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) ইরাকের বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের এক বিমান হামলায় নিহত হন ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র কুদস বাহিনীর কমান্ডার মে. জেনারেল কাসেম সোলেমানি। এসময় ইরাকের জনপ্রিয় স্বেচ্ছাসেবী সংগঠন হাশদ আশ-শাবির উপ-প্রধান মাহদি আল মুহান্দিসসহ ৬জন নিহত হন।
আরও পড়ুন>> মার্কিন হামলায় ইরানের জ্যেষ্ঠ কমান্ডার কাসেম সোলেমানি নিহত
আরও পড়ুন>> সোলেমানিকে খতম করেছি, যুদ্ধের জন্যও প্রস্তুত: ট্রাম্প
আরও পড়ুন>> ‘সোলেমানি হত্যায় আমেরিকার ওপর ভয়াবহ প্রতিশোধ নেওয়া হবে’
আরও পড়ুন>> সোলেমানির পদে নিয়োগ পেলেন ডেপুটি ইসমাইল কাআনি
আরও পড়ুন>> সোলেমানি কেন যুক্তরাষ্ট্রের টার্গেট ছিলেন?
আরও পড়ুন>> সোলেমানিকে হত্যার পর ছড়িয়ে পড়ছে যুদ্ধের আশঙ্কা!
আরও পড়ুন>> বাগদাদে সোলেমানির শোকযাত্রায় লাখো মানুষের ঢল
বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০২০
এইচএডি/