ইরানের সাবেক কূটনীতিক আমির আল-মুসাভির বরাত দিয়ে শনিবার (০৪ জানুয়ারি) এমন তথ্য জানায় তুরস্কের দৈনিক সাবাহ।
আমির আল-মুসাভি এক টেলিভিশন সাক্ষাৎকারে বলেন, একজন আরব মধ্যস্থতাকারীর মাধ্যমে আমার কাছে সংবাদটি এসেছে।
তবে ইরানকে দেওয়া আমেরিকার এ ‘টোপ’ আসলেই কাজ করবে কিনা তা নিয়ে তিনি সন্দিহান।
সাবেক এ কূটনীতিক বলেন, আমার মনে হচ্ছে আমেরিকার প্রতিশ্রুতি ইরানের মন গলাতে সক্ষম হবে না। কারণ আমেরিকার সব প্রতিশ্রুতিই মিথ্যা। এর মাধ্যমে তারা ইরানের রাগই শুধু প্রশমিত করতে চায়, এর বেশি কিছু নয়।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) ইরাকের বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের বিমান হামলায় নিহত হন ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র কুদস ফোর্সের কমান্ডার মে. জেনারেল কাসেম সোলেমানি। এসময় ইরাকের জনপ্রিয় স্বেচ্ছাসেবী সংগঠন হাশদ আশ-শাবির উপ-প্রধান মাহদি আল মুহান্দিসসহ আরও ৬ জন নিহত হয়েছিলেন।
আরও পড়ুন>> বাগদাদে মার্কিন দূতাবাস-বিমানঘাঁটিতে রকেট হামলা, আহত ৫
আরও পড়ুন>> মসজিদে ‘যুদ্ধপতাকা’ ওড়ালো ইরান, তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা!
বাংলাদেশ সময়: ০৮৩১ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০২০
এইচএডি/