ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

নেহরু বিশ্ববিদ্যালয়ে হামলার দায় নিলো ‘হিন্দু রক্ষা দল’

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৪ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২০
নেহরু বিশ্ববিদ্যালয়ে হামলার দায় নিলো ‘হিন্দু রক্ষা দল’

ভারতের দিল্লিতে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে (জেএনইউ) হামলার দায় নিয়েছে ‘হিন্দু রক্ষা দল’ নামে একটি সংগঠন। যদিও ওই হামলার ব্যাপারে হিন্দু জাতীয়তাবাদী ডানপন্থি গোষ্ঠী ‘রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ’র (আরএসএস) ছাত্র সংগঠন ‘অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ’-কে (এবিভিপি) সন্দেহের চোখে দেখা হচ্ছে। বিশ্লেষকদের মতে, এবিভিপি-বিজেপি’র ওপর থেকে সন্দেহের চোখ সরাতেই হামলার দায় নিয়েছে ‘হিন্দু রক্ষা দল’। 

সোমবার (৬ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে শেয়ার করা এক ভিডিওতে জেএনইউ হামলার দায় স্বীকার করেন পিঙ্কি চৌধুরী নামে এক ব্যক্তি। তিনি নিজেকে হিন্দু রক্ষা দলের নেতা হিসেবে দাবি করেন।

টুইটারে ভিডিওটি শেয়ার করেন শিবাঙ্গী ঠাকুর নামে এক ব্যক্তি। আন্তর্জাতিক সংবাদমাধ্যম থেকে এ তথ্য জানা যায়।  

ওই ভিডিওতে পিঙ্কি চৌধুরী বলেন, সাম্প্রতিক সময়ে দেশবিরোধী কার্যকলাপের আস্তানা হয়ে উঠেছে জেএনইউ। এটা আমরা মানতে পারি না। আমরা ওই হামলার সম্পূর্ণ দায় নিচ্ছি। হামলাকারীরা আমাদের সংগঠনের (হিন্দু রক্ষা দল) সদস্য ছিল।

এদিকে টুইটারে এ ভিডিও ছড়িয়ে দেওয়া হলেও হিন্দু রক্ষা দলের নিজস্ব টুইটার অ্যাকাউন্টে এটি শেয়ার করা হয়নি। ফলে এ নিয়ে সংশয় দেখা দিয়েছে। দিল্লি পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।  

গত রোববার (৫ জানুয়ারি) রাতে মুখে কাপড় বাঁধা এক দল যুবক নেহরু বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢুকে হামলা ও ভাঙচুর চালায়। এ সময় তারা বিশ্ববিদ্যালয়ের সবরমতি ছাত্রাবাসে ঢুকে লোহার রড, বাঁশ, লাঠি দিয়ে শিক্ষার্থীদের মারধর করে। ওই হামলায় অন্তত ৩৪ জন আহত হন। হামলার ঘটনায় অভিযোগ উঠেছিল আরএসএস-এর ছাত্র সংগঠন এবিভিপির বিরুদ্ধে।  

ঘটনার পর পুলিশ তদন্ত শুরু করলেও এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি। এর মধ্যেই হিন্দু রক্ষা দল হামলার দায় স্বীকার করায় ঘটনায় নতুন মোড় নিলো।

জেএনইউ হামলার একাধিক ভিডিও ও ছবি পাওয়া গেছে। গোয়েন্দারা সেগুলো যাচাইবাছাই করে দেখছে। পাশাপাশি হিন্দু রক্ষা দলের দাবি কতোটা যুক্তিযুক্ত, তাও খতিয়ে করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।  

বাংলাদেশ সময়: ১৫০১ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০২০ 
এইচজে 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।