মঙ্গলবার (৭ জানুয়ারি) আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসির খবরে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে বলা হয়, ইরাকে কমপক্ষে দুইটি মার্কিন বিমানঘাঁটিতে অসংখ্য মিসাইল হামলা হয়েছে।
মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের মুখপাত্র জনাথন হফম্যান এক বিবৃতিতে বলেছেন, ইরাকের এরবিল ও আল-আসাদ বিমানঘাঁটিতে হামলা হয়েছে।
অপর এক বিবৃতিতে হোয়াইট হাউসের মুখপাত্র স্টেফানি গ্রিশাম বলেন, ইরাকে মার্কিন স্থাপনায় হামলার বিষয়ে আমরা অবগত আছি। ইতোমধ্যেই প্রেসিডেন্টকে এ বিষয়টি জানানো হয়েছে। তিনি জাতীয় নিরাপত্তা টিমের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করছেন ও পরামর্শ দিচ্ছেন।
এদিকে, ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) বুধবার (৮ জানুয়ারি) ভোররাতে দেওয়া এক বিবৃতিতে ইরাকে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি এইন আল-আসাদের ওপর ক্ষেপণাস্ত্র হামলার বিষয়টি নিশ্চিত করেছে। কাসেম সোলেমানির ওপর মার্কিন সেনাদের হামলার জবাব দিতেই এ ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে তারা।
আইআরজিসি বলেছে, এ অভিযানটির নাম দেওয়া হয়েছে ‘শহীদ সোলেমানি’।
বিবৃতিতে যেসব দেশ যুক্তরাষ্ট্রকে ঘাঁটি ব্যবহার করতে দিয়েছে তাদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে। বলা হয়েছে, যে দেশ থেকে ইরানের ওপর হামলা চালানো হবে, সেই দেশকে শত্রু দেশ হিসেবে চিহ্নিত করে তাদের ওপরও হামলা চালানো হবে।
বাংলাদেশ সময়: ০৭১৪ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০২০
ডিএন/আরবি/