ঢাকা, শুক্রবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

১৮০ আরোহী নিয়ে ইরানে প্লেন বিধ্বস্ত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৫ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০২০
১৮০ আরোহী নিয়ে ইরানে প্লেন বিধ্বস্ত

ঢাকা: ইরানের রাজধানী তেহরানের ইমাম খোমেনি বিমানবন্দর থেকে উড্ডয়নের সময় ১৮০ জন আরোহী নিয়ে ইউক্রেন এয়ারলাইন্সের একটি প্লেন বিধ্বস্ত হয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ১৮০ জন আরোহীর কেউ-ই বেঁচে নেই।  তবে এ ব্যাপারে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি।

বুধবার (৮ জানুয়ারি) সকালে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

সংবাদমাধ্যমের খবরে বলা হয়, বুধবার সকালে তেহরানের বিমানবন্দর থেকে উড্ডয়নকালে যান্ত্রিক ক্রুটির কারণে ইউক্রেন ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের বোয়িং-৭৩৭ মডেলের একটি প্লেন বিধ্বস্ত হয়েছে। প্লেনটিতে যাত্রী-ক্রু মিলে মোট ১৮০ জন আরোহী ছিল।

প্লেনটি ইউক্রেনের রাজধানী কিয়েভের উদ্দেশে উড্ডয়ন করেছিল। উড্ডয়নের কিছুক্ষণ পরেই সেটি বিধ্বস্ত হয়।

ইরানের ইমার্জেন্সি সার্ভিসের প্রধান পির হোসেইন কৌলিভান্দ বলেন, বিধ্বস্ত হওয়ার পর প্লেনটিতে আগুন ধরে গেছে। আমরা ঘটনাস্থলে উদ্ধারকর্মী পাঠিয়েছি। আশা করছি, বেশ কয়েকজন যাত্রীকে উদ্ধার করতে পারবো।

বাংলাদেশ সময়: ০৯৫৫ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০২০
এসএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।