ঢাকা, শুক্রবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

বিমানঘাঁটিতে হামলা আমেরিকার গালে চপেটাঘাত: খামেনি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৩ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০২০
বিমানঘাঁটিতে হামলা আমেরিকার গালে চপেটাঘাত: খামেনি

ইরাকে দুটি মার্কিন বিমানঘাঁটিতে ইরানি ক্ষেপণাস্ত্র হামলাকে কাসেম সোলেমানি হত্যার বদলায় আমেরিকার গালে চপেটাঘাত বলে অভিহিত করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ আলি খামেনি। 

বুধবার (৮ জানুয়ারি) এক টেলিভিশন ভাষণে এ মন্তব্য করেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা। আন্তর্জাতিক সংবাদমাধ্যম থেকে এ তথ্য জানা যায়।

 

মধ্যপ্রাচ্যে মার্কিন আগ্রাসন হটাতে তাদের স্থাপনায় এ ধরনের সামরিক হামলা যথেষ্ঠ নয় উল্লেখ করে খামেনি বলেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এ অঞ্চল থেকে মার্কিন সেনাদের অশ্লীল উপস্থিতির সমাপ্তি ঘটানো।  

আমেরিকাকে মধ্যপ্রাচ্য থেকে নিজেদের সেনা প্রত্যাহারের আহ্বান জানান আয়াতুলাহ খামেনি।

খামেনি আরও বলেন, ২০১৫ সালের পরমাণু চুক্তির ব্যাপারে ওয়াশিংটনের সঙ্গে আলোচনায় বসার কোনো ধরনের সুযোগ নেই।

গত বৃহস্পতিবার ইরাকের বাগদাদ আন্তর্জাতিক বিমান বন্দরে মার্কিন হামলায় গুপ্তহত্যার শিকার হন ইরানি কুদস ফোর্সের প্রধান কাসেম সোলেমানি। সে সময় ওই ঘটনায় ‘কঠোর বদলা’র হুঁশিয়ারি দেন খামেনি।  

মঙ্গলবার (৭ জানুয়ারি) খামেনি আরও বলেন, কোনো মিত্র বা ছায়াযুদ্ধের মাধ্যমে নয় সরাসরি ইরানকেই সোলেমানি হত্যার বদলা নিতে হবে। তারপরপরই বুধবার স্থানীয় সময় সকালে ইরাকে মার্কিনিদের আরবিল ও আল-আসাদ বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান।  

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে কুদস বাহিনীর প্রধান জেনারেল কাসেম সোলেমানিকে হত্যার প্রতিশোধ নিতে ওই হামলা চালানো হয়েছে বলে ইরানের রাষ্ট্রীয় টিভির খবরে বলা হয়। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ও হামলার বিষয়টি নিশ্চিত করেছে।

এদিকে যুক্তরাষ্ট্র এ হামলার পাল্টা জবাব দিলে আরও কঠিন হামলার শিকার হতে হবে বলে হুঁশিয়ারি জানিয়েছে ইরান।

বাংলাদেশ সময়: ১৫০২ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০২০ 
এইচজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।