ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

বিশ্ববাজারে তেলের দাম বাড়ছে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৭ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০২০
বিশ্ববাজারে তেলের দাম বাড়ছে

ঢাকা: ইরান-যুক্তরাষ্ট্রের চলমান উত্তেজনার প্রভাব পড়েছে তেলের বাজারে। বুধবার (০৮ জানুয়ারি) মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। মূলত এরপরই বিশ্ববাজারে বাড়তে শুরু করেছে জ্বালানি তেলের দাম। 

আন্তর্জাতিক সংবাদমাধ্যম বলছে, অপরিশোধিত তেলের দাম এশিয়ার বাজারে কমপক্ষে ৪.৫ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল বিক্রি হচ্ছে ৬৫.৬৫ মার্কিন ডলারে। এছাড়া বিশ্ববাজারে স্বর্ণের দামও বেড়ে চলেছে।

 

বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতিতে তেলের সরবরাহ মারাত্মকভাবে বিঘ্নিত হতে পারে।  

এদিকে এ ঘটনার প্রভাব পড়েছে আন্তর্জাতিক বাজারেও। জাপানের বেঞ্চমার্ক নিকির শেয়ার সূচকের পতন ঘটেছে ২২৫ পয়েন্ট যা শতকরা ২.৫ ভাগেরও বেশি। পশ্চিমা দেশগুলোতেও একই অবস্থা।

বুধবার ভোরে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী ইরাকের ভূখণ্ডে অবস্থিত দুটি মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। ইরানের আইআরজিসি’র কুদস ব্রিগেডের কমান্ডার মেজর জেনারেল কাসেম সোলেমানির দাফন অনুষ্ঠান সম্পন্ন হওয়ার কয়েক ঘণ্টা পরই এ হামলা চালায় ইরান।  

বাংলাদেশ সময়: ১৫০২ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৯
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।