ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

নাগরিক আইনবিরোধী গান লিখলেন মমতা, গাইলেন ইন্দ্রনীল

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৮ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২০
নাগরিক আইনবিরোধী গান লিখলেন মমতা, গাইলেন ইন্দ্রনীল

`এনআরসি ছিঃ ছিঃ ছিঃ, সিএএ ক্যা ক্যা ক্যা, ক্যা ক্যা ছিঃ ছিঃ, ছিঃ ছিঃ ক্যা ক্যা', এভাবেই জাতীয় নাগরিকপঞ্জিকরণ (এনআরসি) এবং সংশোধিত নাগরিকত্ব আইনের (সিএএ) বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এবার তিনি এনআরসি এবং সিএএ নিয়ে গানও বাঁধলেন। দেশের মানুষকে সচেতন করতেই তিনি এই গান লিখেছেন বলে জানিয়েছেন।

গানটিতে সুরও দিয়েছেন তিনি। গেয়েছেন তার দলেরই এমপি  সঙ্গীতশিল্পী ইন্দ্রনীল সেন। নিজের ফেসবুক পেজে সেই গানটি শেয়ারও করেন মমতা।  

গানটি শেয়ার করে মমতা লেখেন, বন্দুক, গুলি, আগুনে নয়, প্রতিবাদ হোক গানে-কবিতায়।  

সংসদে সংশোধিত নাগরিকত্ব আইন পাস হওয়ার পর থেকেই এর বিরোধিতায় সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গে তিনি এনআরসি এবং সিএএ কোনোটাই প্রয়োগ করতে দেবেন না বলে হুঙ্কার দিয়েছেন।  

এর আগে শুক্রবারই মমতা বন্দ্যোপাধ্যায় ফেসবুক পেজে একটি কবিতা পোস্ট করেন। কবিতাটির নাম ‘অধিকার'। সেই কবিতা জুড়ে নাগরিকত্ব আইন ও এনআরসির বিরুদ্ধে তাঁর প্রতিবাদের কথা রয়েছে।

বাংলাদেশ সময়: ১১৩৩ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২০
এজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।