ঢাকা, সোমবার, ২৯ বৈশাখ ১৪৩১, ১৩ মে ২০২৪, ০৪ জিলকদ ১৪৪৫

আন্তর্জাতিক

এটা ‘অমার্জনীয় ভুল’: ইরানের প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪০ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২০
এটা ‘অমার্জনীয় ভুল’: ইরানের প্রেসিডেন্ট

‘ভুল’ করে ইউক্রেনের যাত্রীবাহী উড়োজাহাজে আঘাত করে ভূপাতিত করা ‘অমার্জনীয় ভুল’ বলে উল্লেখ করেছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। 

শনিবার এক টুইটে তিনি এ কথা লেখেন। পাশাপাশি তিনি ঘটনার জন্য গভীর দুঃখ প্রকাশ করেন।

 

হাসান রুহানি বলেন, ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে ইউক্রেনের বিমান ভূপাতিত হওয়ার ঘটনাটি ‘অত্যন্ত দুঃখজনক ও অমার্জনীয় ভুল’।

শনিবার ইরান স্বীকার করেছে, মানবীয় ভুলের কারণে দুর্ভাগ্যজনকভাবে ক্ষেপণাস্ত্রের আঘাতে ইউক্রেনের বিমান বিধ্বস্ত হয়। এতে নিহত হনে ১৭৬ জন মানুষ।  

এর আগে ইরান অবশ্য বিষয়টি অস্বীকার করে আসছিল।  

রুহানি জানান, ঘটনায় দায়ীদের চিহ্নিত করতে তদন্ত অব্যাহত রয়েছে।  

গত মঙ্গলবার স্থানীয় সময় মধ্য রাতে ইরানের রাজধানী তেহরানের কাছে বোয়িং ৭৩৭ মডেলের উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। এতে উড়োজাহাজে থাকা ১৭৬ জন আরোহীর সবাই নিহত হন।

উড়োজাহাজটি বিধ্বস্ত হওয়ার পর থেকেই যুক্তরাষ্ট্র ও কানাডাসহ বিভিন্ন মহল থেকে অভিযোগ করা হয়, ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতেই উড়োজাহাজটি বিধ্বস্ত হয়েছে। তবে বরাবরই এই অভিযোগ অস্বীকার করে আসছিল ইরান।

তবে বিভিন্ন দেশের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ইরানের ওপর চাপ বাড়ছিল। এরইমধ্যে ইরান বিষয়টি স্বীকার করে নিল।

বাংলাদেশ সময়: ১৫৩৪ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২০
এজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ