ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

অতিবৃষ্টিতে দুবাই বিমানবন্দরে জলাবদ্ধতা, সব ফ্লাইট স্থগিত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০১ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২০
অতিবৃষ্টিতে দুবাই বিমানবন্দরে জলাবদ্ধতা, সব ফ্লাইট স্থগিত দুবাই বিমানবন্দর

প্রবল বর্ষণে সৃষ্ট জলাবদ্ধতার কারণে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের সব ফ্লাইট স্থগিত বা বাতিল করা হয়েছে।

শনিবার (১১ জানুয়ারি) এক টুইট বার্তায় দুবাই বিমানবন্দর কর্তৃপক্ষ একথা জানিয়েছে।

বিমানবন্দরের ভেতর বৃষ্টির পানি জমে যাওয়ায় স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।

এ কারণে শনিবার বহির্গামী সব ফ্লাইটের সময় পেছানো বা বাতিল করা হয়েছে।  

ফ্লাইট বিভ্রাটের কারণে যাত্রীদের ভোগান্তির জন্য দুঃখপ্রকাশ করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ। দ্রুত কার্যক্রম স্বাভাবিক করার আশ্বাসও দিয়েছে তারা।  

গত কয়েকদিন ধরেই দুবাইয়ে টানা বৃষ্টি হচ্ছে। জলাবদ্ধতার কারণে যানজট সৃষ্টি হছে সড়কপথেও। দুর্ভোগ এড়াতে অধিবাসীদের মেট্রোরেল ব্যবহারের পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।

দুবাইয়ের আবহাওয়া বিভাগ জানিয়েছে, আগামী কয়েকদিনও ভারি বর্ষণ অব্যাহত থাকতে পারে।

বাংলাদেশ সময়: ০৩০২ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২০
এসআইএস/একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।