শনিবার (১১ জানুয়ারি) এক টুইট বার্তায় দুবাই বিমানবন্দর কর্তৃপক্ষ একথা জানিয়েছে।
বিমানবন্দরের ভেতর বৃষ্টির পানি জমে যাওয়ায় স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।
ফ্লাইট বিভ্রাটের কারণে যাত্রীদের ভোগান্তির জন্য দুঃখপ্রকাশ করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ। দ্রুত কার্যক্রম স্বাভাবিক করার আশ্বাসও দিয়েছে তারা।
গত কয়েকদিন ধরেই দুবাইয়ে টানা বৃষ্টি হচ্ছে। জলাবদ্ধতার কারণে যানজট সৃষ্টি হছে সড়কপথেও। দুর্ভোগ এড়াতে অধিবাসীদের মেট্রোরেল ব্যবহারের পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।
দুবাইয়ের আবহাওয়া বিভাগ জানিয়েছে, আগামী কয়েকদিনও ভারি বর্ষণ অব্যাহত থাকতে পারে।
বাংলাদেশ সময়: ০৩০২ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২০
এসআইএস/একে