ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইরাকের বিমান ঘাঁটিতে রকেট হামলা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৩ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২০
ইরাকের বিমান ঘাঁটিতে রকেট হামলা ইরাকের সামরিক ঘাঁটিতে রকেট হামলা। ছবি: সংগৃহীত

ইরাকের রাজধানী বাগদাদের উত্তরাঞ্চলে ইরাকি বিমানঘাঁটিতে একাধিক রকেট হামলা হয়েছে। এতে অন্তত চার ইরাকি সেনা আহত হয়েছেন। ওই বিমানঘাঁটিতে মার্কিন সেনারাও অবস্থান করতেন।

সোমবার (১৩ জানুয়ারি) আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানায়।

ইরাকি মিলিটারি মিডিয়া সেন্টারের বরাত দিয়ে খবরে বলা হয়, রোববার (১২ জানুয়ারি) বাগদাদ থেকে ৮০ কিলোমিটার উত্তরে আল-বালাদ বিমানঘাঁটিতে আটটি কাত্যুসা রকেট হামলা চালানো হয়।

এতে চার ইরাকি সেনা আহত হয়েছে।

হামলার সময় কোনো মার্কিন সেনা ওই ঘাঁটিতে অবস্থান করছিলেন না। এ হামলার দায় এখনো স্বীকার করেনি কেউ।

গত ২ জানুয়ারি দিনগত রাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ড্রোন হামলায় ইরানের শীর্ষ সামরিক কমান্ডার কাসেম সোলেমানিকে হত্যার পর উত্তপ্ত হয়ে উঠেছে পারস্য উপসাগরীয় অঞ্চল। যুদ্ধের সম্ভাবনা দেখা দিয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে।

বাংলাদেশ সময়: ১৩২৩ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২০
এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।