ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

রাতের অন্ধকারে নারীদের পেটাল যোগীর পুলিশ!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১১ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২০
রাতের অন্ধকারে নারীদের পেটাল যোগীর পুলিশ!

উত্তরপ্রদেশে নাগরিকত্ব আইনের বিরুদ্ধে বিক্ষোভকারীদের হটিয়ে দিতে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের পুলিশের বিরুদ্ধে দমননীতি প্রয়োগের অভিযোগ নতুন নয়। 

এবার রাতের অন্ধকারে লেপ-কম্বল কেড়ে নিয়ে নারী বিক্ষোভকারীদের লাঠিপেটা করার অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে।  

মঙ্গলবার রাতে এটাওয়ায় এমন ঘটনা ঘটেছে বলে জানাচ্ছে ভারতের গণমাধ্যম।

ঘটনার সময়কার বেশ কিছু ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ওেইসব ভিডিওতে দেখা যাচ্ছে, নারী বিক্ষোভকারীদের টেনে হিঁচড়ে হটিয়ে দেওয়ার চেষ্টা করছে পুলিশ। একইসঙ্গে ওই নারীদের পিটিয়ে বিক্ষোভস্থল থেকে বের করে দিতে দেখা গেছে।  

দিল্লির শাহিনবাগের অনুপ্রেরণায় সংশোধিত নাগরিকত্ব আইনের (সিএএ) বিরুদ্ধে পথে নেমেছেন উত্তরপ্রদেশের নারীরাও। মঙ্গলবার সন্ধ্যায় এটাওয়ার পচরাহায় প্রায় ৫০০ নারী জড়ো হন। তাদের ওপর নজর রাখতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়। ওই পুলিশরাই নারীদের পিটিয়ে আহত করে।  

মহিলা কংগ্রেস এরইমধ্যে ওই ভিডিওটি রিটুইট করে। নিন্দার ঝড় উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।  

ভিডিও দেখতে এখানে ক্লিক করুন

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২০
এজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।