ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

এবার আগ্নেয়গিরির পাশে দেখা গেল ভিনগ্রহের যান!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৬ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২০
এবার আগ্নেয়গিরির পাশে দেখা গেল ভিনগ্রহের যান!

এবার মেক্সিকোর একটি আগ্নেগিরির পাশ দিয়ে উড়ে যেতে দেখা গেছে প্রচণ্ড উজ্জ্বল একটি রহস্যময় উড়ন্ত বস্তু। অনেকেই মনে করছেন ওটা ভিনগ্রহের যান। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ভিডিও ভাইরাল হয়ে পড়েছে। 

মেক্সিকোর অতি সক্রিয় পোপোকেটাপেটল আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত শুরু হয়েছে সোমবার থেকে। আকাশে উড়ছে ছাই।

ওই আগ্নেয়গিরির পাশ দিয়ে উড়ে যাওয়া রহস্যময় বস্তুটির ছবি দেশটির সরকারের ওয়েবক্যামে ধরা পড়েছে।  

ভিডিওতে দেখা যায়, বিকট শব্দে অগ্ন্যুৎপাতের পরপরই একটি সাদা আলোর বস্তু বাম দিক থেকে ডান দিকে ছুটে চলে যাচ্ছে, বোমা হামলার পর বিমান যেভাবে পালিয়ে যায় অনেকটা সেরকম।  

সন্দেহবাদীরা এ নিয়ে ব্যাপক উৎসাহ প্রকাশ করছেন। উড়ন্ত বস্তুটি ভিনগ্রহের যান নাকি অন্য কিছু তা চলছে চুলচেরা আলোচনা।  

দ্য মিরর জানাচ্ছে, অনেকের মতে ওটা ভিনগ্রহীদের মহাকাশযান। পাশাপাশি অনেকে আবার এটিকে ধুমকেতু কিংবা উল্কা বলেও দাবি করেছেন। আবার কারও মতে, এটা কোনও বিমান বা উপগ্রহও হতে পারে।

সোমবার রাতে স্থানীয় সময় ১১.১৮টায় ওই আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত শুরু হয়। ৪০ মিনিট পরে আবারও অগ্ন্যুৎপাত হয়। ওই এলাকার আশপাশে না থাকার জন্য সবাইকে সতর্ক করে দিয়েছে প্রশাসন।  

ভিডিও দেখতে ক্লিক করুন

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২০
এজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।