ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

‘দাদা সিএএ নয়, চিন্তা তো অর্থনীতি নিয়ে’

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৩ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২০
‘দাদা সিএএ নয়, চিন্তা তো অর্থনীতি নিয়ে’

একদিকে, সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ), জাতীয় নাগরিকত্ব তালিকা  (এনআরসি) ও জাতীয় জনসংখ্যা নিবন্ধন (এনপিআর) বিরোধী বিক্ষোভে উত্তাল ভারত। অন্যদিকে, দেশের অর্থনীতি ক্রমশই হচ্ছে নড়বড়ে। এ পরিস্থিতে রীতিমতো হিমশিম খাচ্ছে নরেন্দ্র মোদী সরকার।

তবে সিএএ বিক্ষোভে ক্ষমতাসীন বিজেপি নেতারা উদ্বিগ্ন নন। মূলত অর্থনীতি নিয়েই তারা খুব চিন্তিত।

আগামীতে দেশের আর্থিক হাল ঘুরে দাঁড়াবে কি-না শুধু এই আছে আশঙ্কায় মোদী সরকার- সূত্রের বরাতে এমন তথ্য পেয়েছে ভারতীয় সংবাদমাধ্যম।

এদিকে, রাত পোহালেই অর্থাৎ শনিবার (০১ ফেব্রুয়ারি) বিজেপি সরকারের বাজেট। এ নিয়ে চলছে নানা অলোচনা। ‘মুখ ফিরিয়ে নেওয়া’ অর্থনীতি কোন খাতে কী বাজেট দিতে পারে, এর হিসেব কষছেন সংশ্লিষ্টরা। যদিও মূল প্রেক্ষাপট ‘দুর্বল অর্থনীতি’ নিয়েই তারা মাথা ঘামাচ্ছেন।

বাজেটের মুখে এক বিজেপি নেতা স্থানীয় সংবাদমাধ্যমে বলেছেন, সিএএ-এনআরসি-এনপিআর বিক্ষোভের জেরে আমাদের সমর্থন থেকে একটা ভোটও কমবে না। পাশাপাশি এই বিক্ষোভের কারণে বিরোধীরাও কোনো অতিরিক্ত ভোট পাবে না। ফলে এই বিক্ষোভ নিয়ে আমাদের কোনো মাথাব্যথা নেই। আসল চিন্তা অর্থনীতি নিয়ে।

দেশের অর্থনীতির হাল নিয়ে যে মোদী সরকার উদ্বিগ্ন, এর আঁচ পাওয়া গেছে আরেক বিজেপি নেতার কথায়ও। ওই নেতা বলেন, দাদা, দেশের অর্থনৈতিক হালই শুধু চিন্তা বাড়াচ্ছে। বাকি সব তো সামাল দেওয়া যাবে।

নাম প্রকাশে অনিচ্ছুক আরেক বিজেপি নেতা বলেন, ব্যবসায়ী মহলের সঙ্গে কথা বলে যা বুঝেছি, তা হলো বিনিয়োগের ব্যাপারে তারা অনিচ্ছুক। তারা আশঙ্কায় রয়েছেন। ব্যবসায়ীদের আস্থা বাড়াতে হবে।

বিজেপির আরেকজন বলেছেন, দেখা যাক, বাজেটে কী হয়।

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৯
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।