শনিবার (০১ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানায়।
খবরে বলা হয়, শনিবার চীনের কৃষি ও গ্রাম বিষয়ক মন্ত্রণালয় জানায়, দেশটির দক্ষিণাঞ্চলীয় হুনান প্রদেশের এক খামারে বার্ড ফ্লু সৃষ্টিকারী এইচ৫এন১ ভাইরাসের উপস্থিতির প্রমাণ মিলেছে।
শুধু চীন নয়, এ সপ্তাহের শুরুতে ভারতেও বার্ড ফ্লু ভাইরাস আক্রান্ত অনেক মুরগি ও ডিম ধ্বংস করে দেওয়া হয়। এছাড়া গত কয়েক সপ্তাহে পূর্ব ইউরোপেও বার্ড ফ্লু সৃষ্টিকারী এইচ৫এন৮ ভাইরাস ছড়িয়ে গেছে।
জাতিসংঘের তথ্য অনুযায়ী, ২০১৩ সালে বার্ড ফ্লুয়ের কারণে চীনের ৬ দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলার আর্থিক ক্ষতি হয়েছে।
বাংলাদেশ সময়: ১২৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০২০
এফএম