রোববার (০২ ফেব্রুয়ারি) উত্তর প্রদেশের লক্ষ্ণৌয়ের হজরতগঞ্জে এ ঘটনা ঘটে জানায় ভারতীয় সংবাদমাধ্যম।
নিহত রঞ্জিত বচ্চনের চাচাতো ভাই আদিত্য শ্রীবাস্তব জানান, সকালে তারা প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন।
হজরতগঞ্জ থানা পুলিশ জানায়, দৃষ্কৃতিকারীরা তাদের কাছ থেকে মোবাইল ছিনিয়ে নেয়। তবে কেন হঠাৎ তাদের ওপর হামলা করা হলো, তার তদন্ত করছে পুলিশ।
লক্ষ্ণৌ পুলিশের যুগ্ম কমিশনার (আইন-শৃঙ্খলা) নবীন অরোরা জানান, আদিত্য শ্রীবাস্তবই ফোন করে তাদের ওপর হামলার কথা পুলিশকে জানান।
নিহত রঞ্জিত বচ্চন আগে সমাজবাদী দলের সঙ্গে যুক্ত ছিলেন। দলের নানা কার্যক্রমেও তাকে দেখা যেত বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
২০০২-২০০৯ সাল পর্যন্ত দেশব্যাপী সমাজবাদী পার্টির ‘সাইকেল যাত্রা’য় অংশ নিয়েছিলেন বচ্চন। পরে তিনি বিশ্ব হিন্দু মহাসভা বলে একটি সংগঠন প্রতিষ্ঠা করেন।
বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০২০
এবি