ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

করোনা ভাইরাস: ১০ দিনে হাসপাতাল তৈরি করলো চীন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০২০
করোনা ভাইরাস: ১০ দিনে হাসপাতাল তৈরি করলো চীন

করোনা ভাইরাস আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা দিতে নতুন একটি হাসপাতাল তৈরি করেছে চীন। মাত্র দশ দিনে তৈরি করা হাসপাতালটিতে সোমবার (০৩ ফেব্রুয়ারি) থেকে রোগীদের সেবা দেওয়া শুরু হবে।

জানা যায়, এক হাজার শয্যার হাসপাতালটি মূলত করোনা ভাইরাস আক্রান্ত রোগীদের অন্য সবার কাছ থেকে আলাদা স্থানে রেখে চিকিৎসা সেবা দিতে তৈরি করা হয়েছে। ভাইরাসটি যাতে ছড়িয়ে পড়তে না পারে সেজন্য এ ব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

রোববার (০২ ফেব্রুয়ারি) উহানের মেয়র জহু জিনওয়াং হিউশেনশান নামের নতুন হাসপাতালটি দেশটির সামরিক বাহিনীর কাছে হস্তান্তর করেন। দেশটির সামরিক বাহিনীর এক হাজার চারশ স্বাস্থ্য কর্মকর্তা সোমবার থেকে ‘বিশেষভাবে’ তৈরি এ হাসপাতালে রোগীদের সেবা দিতে শুরু করবেন।  

গত ২৩ জানুয়ারি দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিসিটিভি নতুন ভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসা দিতে হাসপাতাল তৈরির পরিকল্পনার সংবাদ প্রকাশ করে। এরপর মাত্র ১০ দিনেই তৈরি হলো হাজার শয্যার হাসপাতালটি।

এদিকে, করোনা ভাইরাস আক্রান্ত রোগীদের চিকিৎসা দিতে ১৩শ শয্যার আরো একটি হাসপাতাল তৈরির পরিকল্পনার কথা জানিয়েছে চীন। যার কাজ শিগগিরই শুরু হবে।

জরুরি অবস্থায় দ্রুত সময়ে হাসপাতাল তৈরির ঘটনা চীনের কাছে এটিই প্রথম নয়। ২০০৩ সালে সার্স ভাইরাস ছড়িয়ে পড়লে সে সময় হাজার শয্যার একটি হাসপাতাল তৈরি করে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশটি।

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এরইমধ্যে চীনে তিনশতাধিক মানুষের মৃত্যু হয়েছে। চীনের বাইরে ফিলিপাইনে এ ভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। একইসঙ্গে ভাইরাসে বিশ্বব্যাপী আক্রান্ত রয়েছেন আরো ১৪ হাজারের বেশি মানুষ।

বাংলাদেশ সময়: ১৭১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০২০
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।