ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ট্রাম্পের পরিকল্পনা ইসরাইলি দখলকেই বৈধতা দিয়েছে: মাহাথির

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০২০
ট্রাম্পের পরিকল্পনা ইসরাইলি দখলকেই বৈধতা দিয়েছে: মাহাথির মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার তথাকথিত ‘শতাব্দীর সেরা চুক্তি’র মাধ্যমে জেরুজালেমের ওপর ইসরাইলের দখলকেই বৈধতা দিয়েছেন।

শনিবার (০৮ ফেব্রুয়ারি) মালয়েশিয়ার পেতালিং জায়ায় অনুষ্ঠিত তৃতীয় পার্লামেন্টারি কনফারেন্স ফর আল-কুদসের সম্মেলনে উদ্বোধনী ভাষণে এ কথা বলেন জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

মাহাথির মোহাম্মদ বলেন, ফিলিস্তিনিদের সঙ্গে কোনো প্রকার আলোচনা ছাড়াই ট্রাম্প এ পরিকল্পনা করেছেন এবং এতে ইসরাইলি দখলদারিত্বকেই শুধু সমর্থন করা হয়েছে।

তিনি বলেন, মালয়েশিয়া সবসময়ই ফিলিস্তিনের পক্ষে দাঁড়িয়েছে এবং এর ধারাবাহিকতায় ট্রাম্পের পরিকল্পনাকে প্রত্যাখ্যান করছে।

ফিলিস্তিন সংকট নিয়ে দু’দিনের বিশেষ এ সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশ থেকে পাঁচশ’র বেশি প্রতিনিধি অংশগ্রহণ করছেন।  

বাংলাদেশ সময়: ১৮২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০২০
এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।