ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

করোনা ভাইরাসে চীনে মৃতের সংখ্যা বেড়ে ১১১৩

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২০
করোনা ভাইরাসে চীনে মৃতের সংখ্যা বেড়ে ১১১৩

প্রাণঘাতী করোনা ভাইরাসে চীনে মৃতের সংখ্যা বেড়ে এক হাজার ১১৩ জনে দাঁড়িয়েছে। এতে আক্রান্ত হয়েছেন ৪৫ হাজার ১৭১ জন।

বুধবার (১২ ফেব্রুয়ারি) চীনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এসব তথ্য জানায় সিএনএন।

খবরে বলা হয়, এ ভাইরাসে অক্রান্ত হয়ে এখন পর্যন্ত শুধু চীনেই ১ হাজার ১১৩ জনের মৃত্যু হয়েছে।

এছাড়া হংকং ও ফিলিপাইনে ২ জনের মৃত্যু হয়েছে। এতে শুধু চীনে আক্রান্ত হয়েছে ৪৪ হাজার ৬৫৩ জন। চীনের বাইরে আক্রান্ত হয়েছেন আরও ৫১৮ জন। সবমিলিয়ে এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪৫ হাজার ১৭১ জন।

এদিকে করোনা ভাইরাসের আনুষ্ঠানিক নাম দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)।

হু’র প্রধান তেদরোস আদহানম জানান, নতুন এ ভাইরাস এখন থেকে COVID-19 নামে পরিচিত হবে।  ভাইরাসটির নামের CO দিয়ে করোনা, VI দিয়ে ভাইরাস, D দিয়ে ডিজিজ (রোগ) এবং 19 দিয়ে ২০১৯ সালকে নির্দেশ করা হয়েছে।

২০১৯ সালের শেষদিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসে মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে।  চীনের বাইরেও ২৫টির বেশি দেশে এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে।

বাংলাদেশ সময়: ০৭০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২০
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।