ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

দামেস্ক বিমানবন্দরে ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২০
দামেস্ক বিমানবন্দরে ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৭ দামেস্কে ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলা। ছবি: সংগৃহীত

সিরিয়ার দামেস্ক বিমানবন্দরে ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলায় সাতজন নিহত হয়েছেন।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) যুক্তরাজ্যভিত্তিক এক মানবাধিকার গ্রুপের বরাত দিয়ে এ তথ্য জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাতে অধিকৃত গোলান মালভূমি থেকে সিরিয়ার রাজধানী দামেস্কের আন্তর্জাতিক বিমানবন্দরে ইসরাইলের ক্ষেপনাস্ত্র হামলায় সাত যোদ্ধা নিহত হয়েছেন।

এরমধ্যে চারজন ইরানি বিপ্লবী গার্ডের সদস্য ও অপর তিনজন সিরীয় সেনা।

এদিকে সিরীয় সেনাবাহিনীর বরাত দিয়ে রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা’য় জানানো হয়, বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ১১.৪৫ মিনিটে দামেস্কে ক্ষেপনাস্ত্র হামলা করা হয়।

সানা’র সংবাদে জানানো হয়, ক্ষেপনাস্ত্রগুলো লক্ষ্যে পৌছার পূর্বেই এগুলোকে প্রতিহত করা হয়েছে।

হামলার বিষয়ে ইসরাইলি কর্তৃপক্ষের এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ২১১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২০
এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।