ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

করোনা ভাইরাসে আরও ১৪২ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২০
করোনা ভাইরাসে আরও ১৪২ জনের মৃত্যু

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চীনে মৃত্যু হয়েছে আরও ১৪২ জনের। এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথমবারের মতো ফ্রান্সেও একজনের মৃত্যু হয়েছে। এটি চীনের বাইরে চতুর্থ মৃত্যুর ঘটনা। এর আগে ফিলিপাইন, হংকং ও জাপানে তিনজনের প্রাণ গেছে। চীন এবং দেশটির বাইরে ৪ মৃত্যুসহ এ ভাইরাসে আক্রান্ত হয়ে মোট প্রাণ গেছে ১ হাজার ৬৬৯ জনের।

রোববার (১৬ ফেব্রুয়ারি) চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের বরাত দিয়ে এসব তথ্য জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএন।

খবরে বলা হয়, এ ভাইরাসে আক্রান্ত হয়ে শেষ ২৪ ঘণ্টায় ১৪২ জনের মৃত্যু হয়েছে।

নতুন করে আক্রান্ত ২ হাজার ৯ জনসহ এ ভাইরাসে শুধুমাত্র চীনের মূল ভূখণ্ডেই আক্রান্ত হয়েছে ৬৮ হাজার ৫০০ জন। আর বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা প্রায় ৬৯ হাজার।

স্বাস্থ্য কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, ইতোমধ্যে প্রায় ৯ হাজার ৫০০ জনের মতো করোনা ভাইরাস আক্রান্ত রোগী চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন।

গত বছরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে ছড়িয়ে পড়ে করোনা ভাইরাস। এতে লাফিয়ে বাড়ছে মৃত্যু সংখ্যা। এছাড়া চীনের বাইরেও ২৭টির বেশি দেশে ভাইরাসটি ছড়িয়ে পড়েছে।

আরও পড়ুন>> ফ্রান্সে করোনা ভাইরাসে ১ পর্যটকের মৃত্যু
আরও পড়ুন>> করোনায় চীনে ১৭১৬ স্বাস্থ্যকর্মী আক্রান্ত, ৬ জনের মৃত্যু
আরও পড়ুন>> করোনা ভাইরাস কতদূর বিস্তার লাভ করবে তা বলা কঠিন: হু
আরও পড়ুন>> করোনা থেকে মুক্তি মিললো প্রায় শতবর্ষী নারীর

বাংলাদেশ সময়: ০৯১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২০
এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।