ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

করোনা ভাইরাস: জাপানি সম্রাটের জন্মদিনের অনুষ্ঠান বাতিল

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২০
করোনা ভাইরাস: জাপানি সম্রাটের জন্মদিনের অনুষ্ঠান বাতিল জাপানের সম্রাট নারুহিতো। ছবি: সংগৃহীত

করোনা ভাইরাস আতঙ্কের কারণে জাপানের নতুন সম্রাট নারুহিতোর জন্মদিন উদযাপনের অনুষ্ঠান বাতিল করা হয়েছে।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) এ তথ্য জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

প্রাসাদের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, বিভিন্ন পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সাধারণ জনতার সমাগমের মাধ্যমে আগামী ২৩ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় সম্রাটের জন্মদিন উদযাপনের অনুষ্ঠান বাতিল করার সিদ্ধান্ত নিয়েছি আমরা।

গত বছর সম্রাট হিসেবে অভিষিক্ত হওয়ার পর এটিই প্রথম জন্মদিন ছিল নারুহিতোর।

রোববার (১৬ ফেব্রুয়ারি) জাপান সরকার এক বিবৃতিতে সবাইকে সতর্ক করে জরুরি প্রয়োজন ছাড়া লোক সমাগম থেকে বিরত থাকার আহ্বান জানায়।

এদিকে জাপানে এ পর্যন্ত নতুন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন অন্তত ৬০ জন। এ ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতেই সরকারের পক্ষ থেকে সতর্ক বার্তা দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৩১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২০
এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।