ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ওমানে দুই নারী করোনা ভাইরাসে আক্রান্ত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২০
ওমানে দুই নারী করোনা ভাইরাসে আক্রান্ত

করোনা ভাইরাস আক্রান্ত রোগীর তথ্য নিশ্চিত করেছে আরব দেশ ওমান। আক্রান্ত দুইজনই নারী। এর ফলে কুয়েতের পর একইদিনে পশ্চিম এশিয়ার আরেকটি দেশে ছড়িয়ে পড়লো কোভিড-১৯ ভাইরাস।

ওমানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, দুইজন নারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তারা সম্প্রতি ইরান ভ্রমণে গিয়েছিলেন।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) তারা স্বাস্থ্য পরীক্ষা করলে ভাইরাসটির অস্তিত্ব নিশ্চিত হওয়া যায়। তবে তাদের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।

এদিকে পরিস্থিতি যেন খারাপের দিকে না যায় সেজন্য ইরানের সঙ্গে ফ্লাইট চলাচল বন্ধ ঘোষণা করেছে ওমানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।

এর আগে পশ্চিম এশিয়ার দেশ কুয়েত, মধ্যপ্রাচ্যের দেশ বাইরাইন এবং দক্ষিণ এশিয়ার দেশ আফগানিস্তান করোনা ভাইরাস আক্রান্ত রোগীর তথ্য জানায়।  

খবরে বলা হয়, কুয়েতে তিনজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। বাহরাইন ও আফগানিস্তানে আক্রান্তের সংখ্যা একজন করে দুইজন।

প্রাণঘাতী ভাইরাসটিতে বিশ্বব্যাপী শেখ খবর পর্যন্ত দুই হাজার ছয়শ ১৯ জনের মৃত্যু হয়েছে। যার মধ্যে চীনের বাইরে ২৭ জন। এই ২৭ জনের মধ্যে ইরানে সর্বোচ্চ ১২ জন, দক্ষিণ কোরিয়ায় ৭ জন, ইতালিতে ৬ জন। আর বিশ্বব্যাপী ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা ৭৯ হাজার জনের বেশি।

বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২০
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।